মানুষ না থাক চিহ্ন আছে
ঘুরছে ঐশী বাণী,
সুখ গুলো তাঁর হাতড়ে বেড়ায়
স্মৃতি ঝরায় পানি।

অন্তরালের সুখ পাখি সে
নিভৃতে হয় বড়ো,
যাবে কোথায়? ঝাপটে ডানা
দুঃখ করে জড়ো।

তন্দ্রাতে সে দীপ্তি ছড়ায়
নিত্য আসা যাওয়া,
কেউ দেখে না আমিই বুঝি
স্পর্শে পরশ হাওয়া।

ঝলমলে রোদ শ্রাবন গগন
মেঘের ঝিলিক ছটা,
ছেদ করে যায় বক্ষ জমিন
শুভ্র বারি ফোঁটা।

০৯/০৩/২০২৫ ইং
চট্টগ্রাম।