চশমা চোখে দেখলে ভুবন, সবই লাগে সোজা,
যায় কি বুঝা হাসির আড়াল, দুঃখ বুকে গুজা?
চাঁদ কি হাসে? পরের আলোয়, পুড়ায় নিজো চিত্ত,
পাড় কে ভাঙে? ঢেউ তুলে নদ, নিজেই ক্ষয়ে গাত্র।

আকাশ ফুঁড়ে বৃক্ষ কি সব, কেবলি নাড়ায় শির?
লুকিয়ে কাঁদে আকাশ ঝড়ে, কাঁপিয়ে ধরা বীর!
ফুল সে ফোটে যদিও জানে, বিষাক্ত হুল শত্রুর
ফাল্গুনের হার জৈষ্ঠ্যের তাপ, মৃত্তিকা ফাট রৌদ্দুর।

সম্মুখে থাক বৃষ্টি বাঁধা, পিছনে থাক রাত্রী,
কষ্ট ঘুমাক বীর সে ছুটুক, সুখেরা হোক মৈত্রী।

০৯/০৫/২০২৪ইং
চট্টগ্রাম।