.   সবাই বলে ছেলে আমার পাপে-রই ফল
         আগের জন্মের ভুলের মাশুল!
     না হয় ভবে কেন হবে অসাড় অমন
         গা'য়ের শক্তি পায়ের আঙুল?

    শুনে হাসি; ছেলে আমার অসাড় তো নয়
           অসার তোদের মাথা মগজ;
     মুখে বলি, " আসে কাজে থাকলে দূরে
         দলিল দস্তা দামী কাগজ?"

কেউ তো আবার এক পা এগোয় দিব্যি শুনায়
            ছেলে হবে বুকের পাথর!
    তাদের বলি, হীরে মানিক চোখের মনি
            লাগে ভালো নিরব নিথর?

     যে ফুল টা আপনি ফোটে পথের পাশে
            সে-ও ছড়ায় সুবাস আলো,
    আমি কি আর অমন অধম খোদার দানে
             মুখটা করি আধার কালো!

০২/০৮/২০২২
চট্টগ্রাম।

*"সহমর্মিতার সংবেদন"