হাত্তি ঘোড়া দাঁড়ায় দেখলো
খাবলে খাচ্ছে কুকুর,
ধরলো চেপে সব শিয়ালে
দিনের মধ্য দুপুর।
চোখের অক্ষি জগৎ সাক্ষী
উঁচুয় হস্ত মুগুর,
লুকায় শিয়াল নেকড়ে ইঁদুর
শুদ্ধ স্নানে পুকুর।
অন্ধ কেবল বনের সিংহ
তুলে তৃপ্তির ঢেকুর,
রায়টা আসে বাঁচায় শিয়াল
নইলে মরতো বাদুর।
১৮/০৭/২০২৩
ভারত।
*হাতি শব্দটাকে ব্যাঙ্গ করে হাত্তি লেখা হয়েছে।