বাপের বয়সী জমির আলী
ডাকলো যখন "বাবা, আপনি",
সুলতান খার নাতিন জামাই
শুধায় তখন, "চুপ! চিনোসনি?"
জানিস আমি কে এ তল্লাটে?
সবে নেয় কার পায়ের ধূলি?
শাহজাহান এই সবার বাদশা
হীরার দাম তাই মুখের বুলি!
জমির আলীরা কেবল তাকায়
অপরাধ তার, "স্যার" না ডাকায়,
চাষা-ভূষার বাবা ডাক টা তাই
হয়নি ভালো, নেয়নি ক্ষমায়।
১১/০৫/২০২৩
ময়মনসিংহ।