আমি মরে লাশ-ই ছিলাম, এখন শ্মশান ধুঁপে
বিবেক বেচে এক চোখেতে, সব দিয়েছি সঁপে।
নাম ধাম তার চাইনি জানতে, কেবল শুনে গর্জন
নিজের বলে বিসর্জনে, সব দিয়েছি অর্জন।

গুরুর খাতায় নাম লিখিয়ে, চোখ রেখেছি ঢেকে
বিশ্বাসে তার হুকুম পালন, শাপ রুখেছি বুকে।
ঘুম টা ভাঙে লাগলে গুলি, ছেলের চওড়া বক্ষে
আমি নাকি আজ রাজাকার, বলে সত্যের পক্ষে।

জাগলো যখন অস্থিমজ্জা, হাত-পা দিলো দলে
খুব সহজেই ফেললো ছুঁড়ে, কালো গঙ্গার জলে।
লাশ হয়ে তাই চিনছি সুজন, বলছি ভরা দুঃখে
দল কানারা সত্যের শত্রু, লড়ে ব্যাক্তির পক্ষে।

০১/০৮/২০২৪ইং
কুমিল্লা।