থাক ইতিহাস রাজা বাদশাহর
থাক ধরে তুই স্মৃতি,
দেখবো তোরে ভাত কে জুটায়,
ক'দিন মানিস রীতি!

দেখবো তোর ঐ ব্রাহ্মণ পৈতা
ক'দিন রাখিস গায়ে,
সূঁচি বায়ুর গরম পারদ
কখন নামে পায়ে!

জাত গেলো তায় বলছে কেহ?
ব্রাহ্মণও আজ মুচি,
গতর খাটায় জুটায় কাপড়
সকাল বেলার লুচি।

তুই কিনা আর আছিস ধরে
বাপ দাদাদের সুদিন,
ওরে পাগলা ঘুম থেকে উঠ
যা চষে আয় জমিন।

০৩/০৯/২০২৪ ইং
চট্টগ্রাম।