ফলের বৃক্ষের উঁচু গলা,
করছে হেঁকে বড়াই,
ঠুকরে তো খাস আমার ফলই
গলা নামা চড়াই।

ঝুলিস তো সেই আমার ঢালেই
কান্ডে বাঁধিস বাসা,
পত্র ছায়ায় প্রাণ জুড়িয়েই
নিদ্রাটা যাস খাসা।

কৃতঘ্ন নস জাত ভালো না
তোরা ছোট্ট পাখি,
কর নমস্কার? নুয়া মস্তক
বন্ধ তো কর আঁখি!

ক্ষণিক বাদে ভাঙলে কান্ড
হঠাৎ ভীষণ ঝড়ে,
বৃক্ষ সে কয়, বাঁচা না ভাই
গেলাম বোধহয় মরে।

২৪/১০/২০২৪ইং
ময়মনসিংহ।