দেখিয়া পেশী সিংহের অতি
কহিলো শাবক ছোট্ট হাতি
দিলাম ছাড়িয়া ধড়,

করিলাম ক্ষমা দীক্ষায় মামা
ঝুকাইয়া শির এড়াইয়া ভীড়
ভাগ দূর তেপান্তর!

শুনিয়া হাসে পশুর রাজা
বলিলো বটে নচ্ছার প্রজা
দাম্ভিক তোর উক্তি,

জানিয়া ঘটন পেশীর পঠন
সহিয়া যাতা তোর-ই পিতা
মোরে করে ভক্তি।

২৫/০২/২০২৫ ইং
চট্টগ্রাম।

সারমর্মঃ আজকাল মানুষ, সামান্য টাকাপয়সা বা ক্ষমতা থাকলেই ধরা কে সরা জ্ঞান করে। যারা প্রকৃতই জ্ঞানী, তাঁরা নিজেদের জাহির করতে সঠিক সময় ও সঠিক মানুষের অপেক্ষায় থাকে।