ধড় ছেড়ে যে করছে ক্ষমা
হিংসা কে দেয় মুক্তি,
সুযোগ পেয়েও শোধ নেয়নি
দেখায়নি বল শক্তি।
পকেট ফুটোয় দান করে কেউ
দূর্বলে দেয় স্বস্তি?
ভাবছো তাদের কেমন গাধা
নাই মেধা একরত্তি!
জ্ঞান আলোয় তাঁর দ্বীপ জ্বলেনি
অজ্ঞতাময় মগজ,
গোবর গণেশ বুদ্ধি এদের
হিসেব আরো সহজ।
নয়তো পেশী ঠিক অকেজো
গায়ের বাহু দূর্বল,
চিত্ত তাদের প্রেতাত্মা ময়
রয় শূন্য মনোবল।
০২/১০/২০২৪ইং
চট্টগ্রাম।