অফিস পিয়ন করম আলী
বস কে ডাকে স্যার,
উঠতে বসতে ছালাম টা দেয়
নুয়ায় আবার ঘাড়!

চাইলে পানি দিচ্ছে আনি
ফল পেয়ারার জুস,
লোক সে ভালো ঈমানদারও
খায় না কোনো ঘুষ।

ছেলের স্কুলের খাতা কলম!
অফিস থেকেই যায়,
দুধের কৌটা চিনির প্যাকেট
বাড়ির লোকেই খায়।

কাজের ফা়ঁকে চালায় দোকান
সব্জীর করে চাষ,
বাকি সময় আড্ডাতে যায়
রং এর খেলে তাস।

এমন ভালো বসের উপর
ক্যামনে করে রাগ?
সকাল বিকাল ভক্তি তে তার
মনেই কাটে দাগ।

৩১/০১/২০২৪ইং
ময়মনসিংহ।