মুমিন হওয়ার দাওয়াই হলো
সত্য বলা রোজ,
অথচ ভাই মিথ্যের বেঞ্চে
সদাই সারি ভোজ।
গীবত এ খাই চা পরোটা
নিন্দায় তুলি ঝড়,
দুপুর দাওয়া হারাম খানা
পাপেই ভরছি ধড়।
কথায় মেশাই মিথ্যার কাঁকর
বিষে ভরা বোল,
হিংসায় ঢলি ভাতের থালা
লালসার লই ঝোল।
আঁধার হাতরে বিষের পানা
একত্রেই খাই ভোজ,
লোক দেখানো অন্ধ চোখে
সত্যের তবুও খোঁজ।
০৯/০৭/২০২৩
ভেলোর, ভারত।