বাঁশের চেয়ে কঞ্চি বড়ো
অসির চেয়ে মসি,
মায়ের চেয়ে দরদ নাকি
দেখায় বেশি পিসি।
গর্তে পরলে চামচিকাটাও
ল্যাং-টা মারে হঠাৎ,
বিদ্যাহীনও শেখায় বিদ্যা
সত্য করে আঁতাত।
সরকারি কাজ দপ্তরে আজ
পিয়নও নয় সস্তা,
দারোয়ানও শেখায় নিয়ম
আটকে দিয়ে রাস্তা।
০৪/০৭/২০২৩
ভেলোর, ভারত।