মাপ না জেনেই গভীর জলে
লাফ যদি দেয় লোভী,
ডুববে তো সে ক্ষনিক মাঝেই
সেই তো খাবে খাবি!

তল না পেয়ে হাতড়ে জলে
ডুবলে মাথা ধীরে,
পারবে কি সে সাঁতরে সাগর
আবার ফিরতে নীড়ে?

মাঝ দরিয়ায় মাঝিও যদি
দিক হারিয়ে ভাসে,
কুল না পেয়ে ডাকবে কাকে
ডুববে উর্ধশ্বাসে!

আর যদি তল ফুটোও থাকে
লাভ কি হবে ভেসে?
মৃত্যু তো তার সলিল মাঝেই
দীক্ষা পাবে শেষে?

৩০/১১/২০২৪ ইং
ঢাকা।