গাধার দলে নেমে জলে, করছে ঘোলা পানি,
স্বপ্ন তাদের পাড় হয়ে নদ ঘুরবে বিশ্বখানি!
মাঝি তারে যতোই বুঝায়, দেখায় ছোট্ট তরী,
ভার নিয়ে তার ডুববে জলে, উঠলে পরে নড়ি!

গাধার বাগড়া বাঁধায় ঝগড়া, যাবে না সে সাঁতরে
উল্টো ধরে মাঝির বৈঠা, নৌকা মাঝে হাতড়ে!
দা়ঁড় বেয়ে ঐ পাথর বোঝাই কেমনে চলে নৌকা?
ভার যদি হয় ভরছে কেনো, বালুতে সব চৌকা?

শুনে মাঝি মুচকি হাসেন, বলেন অবশেষে
জানলে জ্ঞানী তুমিই হতে, আজ যেতে না ফেঁসে।
দলটা বেঁধে নৌকা ছেড়ে, সাঁতরেই হতে পাড়
মানুষ হয়ে ঘুরতে জগৎ, ঝগড়াতে দিতে ছাড়।

০৩/১২/২০২৪ইং
চট্টগ্রাম।