শিমুল তুলার কোল বালিশে
যতোই থাকি শুয়ে,
ঘুম আসে না, নিদ চোখে নাই
নিঃস্ব সকল খুঁইয়ে।
লুটতো যদি পাড়ার লোকে
স্বজন কাঁড়তো টাকা,
দিতাম বিচার খোদার দূয়ার
স্বান্তনা টা পাকা।
শূন্য তো মোর মনের খোয়ার
মূল্যহীনও দেহ,
বসত যে আজ পাপের পথেই
সঙ্গী তো নেই কেহ!
পোকার কাছে বোধ খুঁইয়েছি
বিবেক কালো টাকায়,
চরিত্র ডুব লোভ লালসায়
ঈমান বেঁচা ধোঁকায়।
১৫/০১/২০২৪ইং
ময়মনসিংহ।