ঘর ভরা মোর ডাক্তার বদ্যি
মহাজ্ঞানী পন্ডিত,
অসুখ হলেই দিচ্ছে দাওয়াই
নাই-বা ফিরুক সম্বিত!

মাথা ব্যথার জ্বলুনিতে
কেউবা দিচ্ছে নাপা,
ক্যাফেইন ভালো রাতের বেলা
বললো ঘরে আপা।

"চোখটা ভেজা ঠান্ডা জলে"
বাবা বললেন রেগে,
মামার হুকুম গরম জলেই
গোছল সারি আগে।

বউ বললো, "কফি গেলো,
আদা চিবুও গালে,"
মায়ের চাওয়া,"দোয়া টা পড়,
হাত টা বুলাই চুলে?"

অসুখ সারুক নাই-বা কমুক
আমি মজি প্রেমে,
ঘরের লোকের এই যে আবেগ
যাবে কেনা দামে?

১৯/০৫/২০২৪ইং
চট্টগ্রাম।