খুব বেশি নয় দশটা মিনিট
হাঁটুন একটু হাসপাতালে,
খুঁজুন কাউকে কবরস্থানে
কিংবা কাছের শ্মশান তলে।

হাট-ডাট আর দম্ভ তোমার
এমনি ভাঙবে পাপটা দলে,
দেখবে তুমি অন্ধ ছিলে
এই এতোদিন জ্ঞানীর ছলে।

আর যদি মন অট্ট হাসে
স্বপ্ন দেখে পাপটা কোলে,
তবে তুমি মানুষ তো নও
শয়তান লোকে সত্যি বলে।

০২/১২/২০২৩
উত্তরা, ঢাকা।