তোমার মতো পোষা ময়না
লক্ষ টা রয় নেতার,
একটা কে কেউ করলে আড়াল
ধ্বংসে রাবণ পাহাড়?

নেতার ভক্ত অরুণ রক্ত
হাজার টা যায় জুটে,
কোকিল কন্ঠী ময়না টিয়া
আসে পিছন ছুটে।

পাট কাঠি হোক দেহের গড়ন
রং টা থাকুক কালো,
গাল কাটা তার একটা চোখে
নাই-বা থাকুক আলো।

যুগে যুগেই নেতাই রাজা
পুষেন খাঁচায় পক্ষী,
লাভ কি বলো উল্টে তোমার
চোখের গোলক অক্ষী!

২৪/১১/২০২৩
উত্তরা, ঢাকা।