১. "নেতার নীতি"
কাল না তুমি কসম খেলে?
মুখটা দেখাও পাপ!
আজ যে পাশে চেয়ার পাতলে
আমায় করলে মাফ?
কালকে ডাকলে মিথ্যেবাদী
গোষ্ঠী শুদ্ধ চুর
আজকে হঠাৎ পাল্টে দিলে
তোমার কথার সুর?
কথায় কথায় গাইতে গীবত
করতে ক্ষতির ফন্দি,
আজ যে দেখি বরণ ডালায়
চাইছো করতে সন্ধি!
৩০/০৪/২০২৩
চট্টগ্রাম।
২. "চেরাগ"
একটা বছর আগেও ব্যাটা
চাইতো হাতটা পেতে,
এখন দেখি নাকটা সিটকে
চায়না চিকেন খেতে।
রোজ দেখি তার চশমা চোখে
হেডাম বাহাদুরি,
পয়সা ছড়ায় পাতি নেতায়
নাকে ঘুরায় ছড়ি।
আলাদিনের চেরাগ নাকি
পেয়েছে সে হাতে,
লোকের কথায় বাড়ি গাড়ির
কাজটা নাকি রাতে।
০৫/০৫/২০২৩
ময়মনসিংহ।