আমরা তো ভাই নেতার চ্যালা
বিবেক বাঁধা দলে,
নিত্য সেথায় নেতার কথাই
মনের ভেতর দোলে।
দলই আসল নেতাই সকল
আমরা সাজি মূর্খ,
নেতাই বুঝেন চ্যালার ভালো
মানি বিনা তর্ক।
দেয়ালে পিঠ স্বার্থ যেদিন
দেবো জলাঞ্জলি,
মনে রেখো ভাঙবো সেদিন
তোমার বৃদ্ধাঙ্গুলি।
২১/০৬/২০২৩
চট্টগ্রাম।