নেতা নয় ভিক্ষারী
জলে মাছ শিকারী!
রাজ পথের বেপারী
বাড়ি কই! চকোরী।

ভালো নয় নেতাজী,
কড়া বেশ মেজাজী!
ভালো নাম সিরাজি
ডাকে তার ভাতিজি।।

পেলে কেউ বিবাদী
চেপে গাল করোটী
করে প্রাণ তামাদি,
ছুঁড়ে ধড় মূলাদী।

২৩/১২/২০২৪ইং
চট্টগ্রাম।