বাগে পেয়ে হাত-পা ভেঙে
তুই পালালি দূর চীন,
বললি হেসে, "মর পড়ে তুই
সামনে আরো দূর্দিন।"

পাগল,
বিপদ কারো এমনি থাকে?
কাটিয়ে উঠে ধকল,
আমিও হবো মুক্ত স্বাধীন
আগের মতো সবল।

ললাট বেঁধে দেশ পতাকায়
আবার যাবো যুদ্ধে,
চিতিয়ে বুক আবার ছুটবো
ভাঙবো শিকল ক্ষুব্ধে।

মগজ ধোলাই কৌশলে তুই
ক'দিন রাখবি আটকে,
হবে না ভোর! দিন সূর্যাদয়
রাতের আঁধার মটকে?

সেদিন কি তুই রক্ষে পাবি?
পাবি বুলেট বোমা?
মারবে পিষে দেশ জনতাই
আর হবে না ক্ষমা!

১৯/০৭/২০২৪ইং
ময়মনসিংহ।