ময়দানে নেই ভাবিস নে জিত
তর্কে গেছি হেরে,
বাঘ কখনোই গাধার সাথে
যায়না রেসের দৌড়ে।

তুই থাক ভাই তোর মেধাতেই
নিজের জায়গা ধরে,
শয়তানও তো কম জ্ঞানী নয়
পতন তারও হয় রে।

তুই বললেই ভাই মিথ্যে হবে
কোরআন ভরা বাণী?
নূরের আলো পায় কি সবাই
আল্লাহ কে লয় মানি?

আল্লাহ যদি মানতো সবে
সেজদা দিতো তাঁরে,
পরের জন্মে জাহান্নাম কার!
কারে রাখবেন ভরে?

ধর্মে কর্মে বিশ্বাস নেই যার
তোর মতো তুই চল না,
আমরা না হয় ভুলেই ভরা
হলাম আল্লাহর খেলনা।

৩০/০৮/২০২৩
ভেলোর, ভারত।