হাতের মোয়া খেলনা এ নয়
নয় এ তোমার দাসী,
চাইলেই তুলে রস টা খেয়ে
ফেলবে ছুঁড়ে হাসি।
বদ হজমের ভয় না থাকুক
ফেলবে তারে গিলে?
করবে তারে নাচের পুতুল
ইচ্ছে হলেই শূলে?
আব্রু ছাড়া তাঁর চলাচল
করলে ঘরের বাহির,
রয় কি হীরে সিন্দুক ছাড়া
ভয়টা থাকে চুরির।
অপাত্রে যেই রাখবে তারে
পিঁপড়া খাবে খুঁটে,
আবার তারে যায় না পাওয়া
খোদা ছাড়া মোটে।
নারী হলো মায়ের এ জাত
গৃহের অসীম শান্তি,
দূর হয়ে যায় রাগ হতাশা
পথের সকল ক্লান্তি।
১০/০৯/২০২৪ ইং
কুমিল্লা।