আমরা হলাম বলদ গরু
গা'য়ে গাধার বেশ,
তোমরা হলে গাঁয়ের মোড়ল
চালাও স্বাধীন দেশ!
তোমরা উড়াও দেশ পতাকা
আমরা ধরি খুঁটি,
চেয়ারে তাই তোমরা বসো
মাটিয় চুনোপুঁটি।
কর দিয়ে যে দেশ টা গড়ে
তাদের ভাবো কৃচ্ছ,
"আজ নয় কাল" আসতে বলো
ভাবটা দেখাও তুচ্ছ!
প্রবাস ভাই কে লেবার ভাবো
মাটি কাটা শ্রমিক,
তোমরা হলে স্যার অফিসার
দেশের সোনা সৈনিক!
ভাবটা এমন স্বাধীন এ দেশ
সরকারি লোক বোদ্ধা,
আমরা হলাম টাকার মেশিন
নামেই কর্ম যোদ্ধা।
১৭/১২/২০২৩
এনবিআর অফিস, ঢাকা।