আয়রে হাসু আয়রে কাসু
নাম লেখা ভাই দলে,
চৌদ্দ পুরুষ থাকবে সুখে
সত্যি গেলাম বলে।
পিছনের পাপ কার্যকলাপ
সবাই যাবে ভুলে,
যখন যে মাছ চাইবি পাতে
নিত্যি নিবি তুলে।
রুই পুঁটি কই দুধ মিষ্টি দই
ভিড়িস যদি দলে,
পেট ভরে তুই পারবি খেতে
মাছটা ভেজে তেলে।
পুকুর চুরি জলা জমি
আরো পারবি নিতে,
চাইলে বিদেশ পারবি যেতে
মন্ত্রী এমপির সাথে।
১৬/০৫/২০২৩
চট্টগ্রাম।