অচেনা ফল পথের ধারে রইলো পড়ে যেথায়,
হঠাৎ দেখে জটলা জমায় থমকে দাঁড়ায় চলায়!
কেউ বললো ভারী সুন্দর! রং টা বড়ো খাসা,
গন্ধেতে আজ মন উতলা ধন্য ইহার চাষা।
কেউ বললো দেশী এ ফল! জব্বর লাগে স্বাদে,
পাশের দেশের মামা বাড়ীয় দেখেছিলাম নদে।
কেউ বললো ভীন দেশী ফল, দেশী নয় এ কাকা
দেখছো না তার তীক্ষ্ণ কাঁটা হলদে শরীর পাঁকা!
ঘোর এ অন্যায় ফেলে রাস্তায় রেখেছে নর্দমায়!
মূর্খের দেশে জ্ঞানীর কদর বুঝায় কে কল্পনায়?
জানে না কেউ উল্টে ফেলা ভান্ড সেটা মাটির
ভেঙেছে যেই গেরস্থ ভাই, ছুঁড়ে আসন পটির।
০৪/০৩/২০২৪ ইং
ঢাকা।