প্রাপ্তিটা কি?      দালান বাড়ি,
আর কি কিছু?   দু'খান গাড়ি!

.  এর-ই জন্যে ষাট টা বছর!
জীবন থেকে করলে তো পর।

হাতে সময়?         নিভু নিভু!
সঙ্গে নেবে...         দেহ শুধু।

তবে কি তোমার জীবন সংগ্রাম
মিথ্যে হলো! রইলো কি দাম?

১৭/০৬/২০২৩
চট্টগ্রাম।