আর কতো জল ঝরলে বলি
তোর ফিরবে হুঁশ?
রাখিস মনে রক্তের স্তুপেই
দ্বিগুণ জ্বলে তুষ!
বুলেট ছুঁড়ে রিমান্ডে নিস
ধরিস চেপে মুখ?
দমবে না শির বীর জনতাই
তোর ছুটাবে সুখ।
দুর্গ ভেঙে করবে স্বাধীন
লাল সবুজের বাক,
রক্ত দিয়েই হিসেব চুকোয়
রক্তই দিবে ডাক।
যতোই দেখাস রক্তচক্ষু
কামান করিস তাক,
শৃঙ্খল ভেঙে আনবে ভোর-ই
সূর্যই মুক্তি পাক।
ছিঁড়বে গদি জ্বলবে আগুন
জ্বালিয়ে দেবে ক্ষোভ,
দেখেছি দাগ রক্তের ছোপ
তোর ক্ষমতার লোভ।
০৩/০৮/২০২৪ইং
ময়মনসিংহ।