তর্ক থেকে দূরেই থেকো
এড়ায় চলো ভীড়,
মুখের জবান শান তলোয়ার
নুঁয়ায় মাথা শির।

ফুটলে কাঁটা পায়ের তলায়
কিংবা বিঁধলে শূল,
কষ্ট তো হয় ঝরায় রক্ত
দুঃখে ভাসে কুল।

ভোগলে রোগে স্বাস্থ্য শোকে
জীবন ক্ষণ কাল,
যায় তো পাওয়া সব-ই ধীরে
সুখেও দোলে পাল।

কিন্তু জবান! বিদগ্ধ ঢাল
বিঁধলে বুকে তীর,
ক'জন পারে সইতে তারে?
কত্তো ভাঙে নীড়!

২৩/০৬/২০২৪ইং
চট্টগ্রাম।