দিল জুড়ে যার ভিন্ন ভাষা মুখের কথায় হিন্দি,
ইংলিশও তার পুড়ায় পরাণ বাংলা করে বন্দী!
হ্যালো বলেই হাগ করে সে, কথায় কথায় সরি!
"থ্যাংক ইউ" কয় কৃতজ্ঞতায় বাংলা দিয়ে আড়ি।

পেয়ার কা ইশক্ দিল মহব্বত উর্দুতে গায় শায়ের,
বাংলা ভারী প্রাচীন কথন মাটির গন্ধ গায়ের!
অফিস বাড়ি ছেলের নামেও ভিন্ন ভাষার ছায়া,
বাংলায় নাকি গরীব দুঃখী ক্রন্দনে লয় মায়া।

চাইনিজ স্পেনিশ আরবি শিখো বাংলা রেখো উর্ধে,
বিশ্ব কে দাও বাংলার ছালাম বৈশাখ জৈষ্ঠ্য ভাদ্রে।

১৭/০২/২০২৪ইং
ময়মনসিংহ।