মৃত্যুতে ভয় কারোর-ই নাই
মুখে কেবল বুলি,
"সত্যতে ভাই হালাল কামাই
দীনের পথে চলি।"
জিম্মি কইরা দেশের মানুষ
নেয় বাড়িয়ে বেতন,
কর্ম ছাড়াই দেয় কে সেবা
রুজির গাহে কেতন?
বালুয় ভরে গ্যাসের ডিব্বা
দেয় কে দুধে পানি?
বিচারক-ও কোরআন ছুঁয়ে
সত্যে দেখে ছানি।
শিক্ষা ছাড়াই চায় কে সনদ
চায় অধিকার পাশ এ?
ভুল ত্রুটি নাই দেয় উপদেশ
কালেতে যাও মিশে!
অবৈধ কাজ বৈধতায় আজ
মিথ্যেতে নাই গ্লানি,
মৃত্যুতে ভয় কারোর-ই নাই
মোহরে ছাপ মনি!
২৮/০১/২০২৫ইং
চট্টগ্রাম।