আল্লাহ যদি মৃত্যু টা দেন
সমন করেন জারি,
সাধ্য টা কার পালায় বাঁচে
মৃত্যু কে দেয় আড়ি?
মাটির নীচের বাঙ্কারের কি
নাই দরজা চাবি?
আজরাইল তো সাবমেরিনেও
দেখি দেখে সবি।
আসমানে যাও চাঁদে পৌঁছাও
সূর্য কে লও ধরি,
আজরাইল ঠিক পৌঁছে যাবে
জানটা নিবে কাঁড়ি।
পীর মুরিদের বেইল নাই ভাই
মৃত্যু কে দেয় বাঁধা,
সত্য হলো মৃত্যুর স্বাদ টা
হয়না আধা আধা!
১৩/০৭/২০২৩
ভেলোর, ভারত।