পরের চোখে ধূলো ছিটায়
চর তো করিস দখল,
প্রাণ কি থাকে মরুর বুকে?
ফলে তাতে ফসল?

শ্রদ্ধা ভক্তি জমিনে নয়
বুনিস হৃদয় চষে,
নয়তো অনল মারবে পুড়ায়
অনুশোচন বিষে।

২২/০১/২০২৪ইং
চট্টগ্রাম।