দেশ পত্রিকার হেড লাইনের
খবর টা ভাই তাজা,
"দেশের রাজা ভাতের সাথে
খাচ্ছে মরিচ ভাজা!"

সভার সবে বললো, "আহা!
কতো মহান রাজা!
রাজভোগ ফেলে খাচ্ছে মরিচ!
বুঝতো যদি প্রজা।"

অমন সময় ভাঙা গলায়
বললো কেঁদে উজির,
"প্রজার দুঃখে জিভ পুড়ে কেউ
আছে এমন নজির?"

সভার কবি আঁকলো ছবি
ছাড়লো জোরে নিশ্বাস,
ঠোঁট বলে তার "ইতিহাস ভাই!
অমর আমার বিশ্বাস।"

পান্তা খাওয়া প্রজা বুঝলো
কেউ ধরেছে গলা,
তেল দেয়া তাই সাংবাদিকের
উল্টো হেঁটে চলা।

১২/০৯/২০২৩
ঢাকা।