তোমার যদি হিংসে থাকে
সর্ষে দানা অহংকার,
দেখবে সেথায় বসত গড়ে
লোভ লালসা, দ্বিমতকার?
উঠতে বসতে মন দৌড়াবে
পাপের ঘরেই বারংবার,
ন্যায়নীতি বোধ সুবোধ তুমি
করবে মুখের বলাৎকার।
চোখের পর্দা লজ্জা শরম
ভুলতে বসবে মহৎকাজ,
দেখবে তোমার অনিষ্টে মন
হয় উচাটন পালায় লাজ।
চাইবে কেবল কাঁড়তে বেশি
পরের খুশি চমৎকার,
ঢোল পিটিয়ে করবে প্রচার
নিজের ধন আর আবিষ্কার।
০৬/০৭/২০২৪ইং
ময়মনসিংহ।