জীবন এখন রোজকার গল্প
রাতের পান্তা ভাত,
উদোর জ্বালায় নুন মরিচে
আগে চিবোয় দাঁত।

মৃত্যু তো ভাই ঘরের দোরে
শ্বাসে অবিরাম,
ক্ষণে ক্ষণে ভেজায় শরীর
নষ্টে মনের ধাম।

বাঁচা মরায় উৎ পেতে রয়
দুঃখ উঠোনময়,
কষ্ট কেবল গরম ভাতের
জাগে স্বপ্নময়।

নিঃস্ব যখন সুখের লোটা
ভোর টা অভিশাপ,
খোদার হাতে দিলাম সঁপে
বিচার করো পাপ।

২২/০৭/২০২৩
কোলকাতা, ভারত।