এক ফসলা বৃষ্টির মতো সেদিন বিকেলে
মঞ্চস্থ হয়েছিল তোমার একক মঞ্চ নাটক,
ত্রিশূল হাতে তোমার রৌদ্র মুর্তি,
মায়ায় বিষ্ট সুনিপুণ অভিনয়
দর্শক দেখেছিলো তন্দ্রায় সম্মুখ উপবিষ্টে।
যে তোমার বললে কথা দুলতো গাল
ঝরা পাপড়ির ব্যথায় ভাঙতো মন
সেই তুমি মঞ্চে তুললে এমন ঝড়!
পদব্রজে তুমি দাপিয়ে গোটা মঞ্চ,
কাঁপিয়ে ঠোঁট ছুড়লে তীর
প্রতিরোধ গড়লে বানালে মানব ঢাল,
মরুর বুকে চিতিয়ে বুক বাইলে নৌকো
আগলে রাখলে ছেঁড়া পাল,
দারুণ!! এমন করুণ আর দেখিনি!
মুহুমুহু করতালিতে যখন নামলো পর্দা,
আমার তখন অন্ধকার, মধ্যরাত।

২৮/০৭/২০২২
চট্টগ্রাম।