হলুদ সাদা লাল খয়েরী
ফুটুক যতোই কৃষ্ণচূড়া,
আসুক বর্ষা শীত বসন্ত
ছড়াক গন্ধ শরাব সুরা।
মাদল বীণায় সুরের ছন্দে
যতোই নাচুক মন আনন্দে,
গুনগুনে গান কন্ঠে তুলে
ফুটুক হাসি কপোল স্কন্ধে!
মন্দ তো তার হার প্রকৃতির
প্রেম চোখের ঐ সেই চাহনিয়,
যোজন যোজন যেজন দূরে
বুঝবে না সে প্রেম কাহিনীয়।
১৬/০২/২০২৪ইং
ময়মনসিংহ।