ভাই বোনদের হক মেরে খাও
রাত্রে বাজাও ডিজে,
যতোই বলি সুদ ভালো নয়
ঘুষ কেনো খাও নিজে?
কালো টাকার পাহাড় গড়ো
করো মজুদদারি,
লোক ভালো নও মানুষ ঠকাও
পরেরটা লও কাঁড়ি!
বললে ওসব নামায় গজব
ধর্ম কে লয় টানি,
ট্যাগ মেরে দেয় মৌলবাদীর
অন্নে ঢালে পানি।
আসল কথা ঢাকতে মুখোশ
পেখম মেলে পরীর,
ধর্ম কেবল তোর বাহানা
বৈধতা চাস চুরির।
১৭/০৪/২০২৪ইং
ময়মনসিংহ।