মহৎ কিছু লোকের জন্য, আজো সমাজ বেঁচে
পদক ক্রেষ্টে কেউ দেখে না, দেয়না জানান নেচে।
আহার জোগায় দুস্থ লোকে, কারোর বাঁধে ঘর
আড়াল থেকে পড়ার খরচ, যোগাড় করে বর।
নিজের কাঁধে নেয় সে মুটে, লাঘব করে কষ্ট
কেউ-বা পরের দুঃখ ভুলায়, ঘোরায় ভাগ্য পৃষ্ঠ।
শরীর মাঝে শীতের কাপড়, ঘুচায় কারো ঠান্ডা
পরের সুখেই ঘূর্ণি ঝড়ে, উড়ায় বিপদ ঝাণ্ডা।
হাসপাতালের বিলটা মেটায়, কেউ-বা থাকে দুরে
কেউ-তো আবার শরীর ফুঁড়ে, রক্তটা দেয় পরে।
এমন মনের মানুষ গুলোর, নাই ঠিকানা বাড়ি
পরের তরেই নিজের ভূবন, উড়ায় জীবন ঘুড়ি!
০৬/১১/২০২৩
চট্টগ্রাম।