"রাজা মশাই স্বয়ং নিজে
কাটবে পাকা ধান,
হ্যাঁ রে নিতাই; দিব্যি মজে
তুই করছিস স্নান?

আয় তো উঠে, ক্ষেতের পাড়ে
করগে ব্যাটা প্যান্ডেল,
হালের মহিষ করগে জবাই
তৈরি রাজার স্যান্ডেল?

চালাবে কে মাইক শুনি?
বাদ দিবি কি বাজনা?
রাখিস খেয়াল যাবার সময়
দিতে হবে খাজনা!

ছবি তোলার যন্ত্র আনিস
মিষ্টি রাখিস ঠিক,
হা করে তুই থাকলে হবে?
ডুবলো বেলা দিক।"

ধান কাটার-ই যজ্ঞ যখন
শেষে হলো ভঙ্গ,
দেখলাম ডুবে ধার দেনাতে
ঘামে ভেজা অঙ্গ।

৩০/০৪/২০২৩
চট্টগ্রাম।