মরার পরে গাইলো গজল
আল্লাহ নামটি বাদে,
তোমার বোধহয় কেউ ছিলো না
তুইলা দুই হাত কাঁদে!

দাঁড়ায় যদি জায়নামাজে
করতো মোনাজাত,
হইতো ক্ষতি! যাইতো কি জাত?
পাল্টে হইতো রাত?

গান গাইয়া তো করছে বিলাপ
পড়ায় দিসে টিপ,
ছড়ায় আলো রবীন্দ্রনাথ
মারছে মোহর দ্বীপ।

এমন সেই দ্বীপ নেই বসতি
কেমনে থাকে পূন্য?
শয়তান সেথায় ঝাপটে ডানা
করছে ঈমান শূন্য।

স্বজন ডাকো সুজন ডাকো
করুক কিছু দান,
কণ্ঠে তুলুক আল্লাহ আওয়াজ
নবী রাসূল শান।

২৮/০৩/২০২৫ ইং
ময়মনসিংহ।