মুখখানি তার শ্যামলা বরন
কোঁকড়া কালো চুল,
কেউ দেখে নি আঁচল খোলা
খোঁপায় বাঁধা ফুল।
হাত খানি তার কর্মে মুখর
গায়ে জড়ান ধূল,
শ্বশুর বাড়ির উঠোন টা তার
সুখ সাগরের কূল।
চিকন-চাকন পানসী দেহে
ঘর্মে মাখায় সুখ,
চোখের চাহন বুক টা নাড়ায়
অশ্রু ঝরায় মুখ!
সজল চোখে দুখের বিলাস
সাধ দেখেছি কম,
অল্পেতে তাই তুষ্ট যে সে
সুখ কে দেয়ায় দম।
১৮/০৯/২০২৩
চট্টগ্রাম।