নাপিত ভায়া স্ট্রাইক্ করেছে
কাটবে না আর দাড়ি,
চুল গুলো হোক কাকের বাসা
লোমেই ভড়ুক নাড়ী।

বড়োলোক তো বাড়ায় ব্যবসা
হাতায় টাকাকড়ি,
ডিম পেঁয়াজের আঁড়তদারও
কিনছে জমিদারি!

দাবী টা তাই চুল টা কাটায়
গুনতে হবে ছ'শ!
সঙ্গে আরো স্যার ডাকা চাই
দিতে হবে টিপস্ও।

০৩/০৯/২০২৩
কলকাতা, ভারত।