জীবন গেলে যাইবো পরের, তোরটা থাকবো ফ্রেশ
মব কিলিং এর এইতো মজা, লাগে আরাম বেশ।
তুই কি বুঝবি? তোর কি হারায়? হারায় তো ঐ মার
কষ্ট কইরা করছে লালন, হইছে বড়ো যার!
তুই হারামি ভাংতি দুই পা, ভচকে দিতি নাক
তবু তো মায় পাইতো শুনতে, ছেলের মুখে ডাক।
কোলে লইয়া কাটতো জনম, তুইলা দিতো ভাত
ধইরা গালে খাইতো চুমা, যাইতো তো দিন-রাত!
পঁচে না ক্যান তোর দুইডা হাত, হয় না অন্ধ চোখ?
তোর দুখেতে ভুলতো তাইলে, ছেলে হারার দুখ।
কেবল একটি হাসির জন্যে, এমনি কাঁড়লি প্রাণ?
তুই বোধহয় পাস নাই আদর, মায়ের বুকের ঘ্রাণ!
২১/০৪/২০২৫ ইং
চট্টগ্রাম।