লানত যে দাও পরের উপর
কসম কাটো কার?
সে দেখে না? যাইবা কোথায়?
হইবা কেমনে পার?

ষোলো কোটির নামে চালাও
নিজের মতবাদ,
জোর দিয়া কও ধরমু ঠাঁইসা
করবা প্রতিবাদ!

মিথ্যা হইলে? পাইবা না ভাগ?
পারবা চাইতে মাফ?
তোমার কাঁধেই কাঁধ ফেরেশতা
লেইখা রাখে পাপ।

দয়ার অসীম আল্লাহও নাকি
নেয় ফিরাইয়া মুখ,
কাঁড়লে বান্দা পরের হক আর
মনের ঘরের সুখ।

১২/০৩/২০২৫ ইং
চট্টগ্রাম।