ঘাউড়া পোলা মানছেই না সে
দুই আর দুইয়ে চার,
যতোই বলি জায়গা টা ছাড়
বলে তালগাছ তার!

বানর যেমন বাঁদরামিতেই
হারায় নিজের কূল,
এ ছেলেও ঠিক সবই মানবে
যখন খাবে ঘোল।

এই সীমানা তোর নয় বাপ,
যতোই করিস দল,
বোল ডোজারে ঘর গুড়িয়ে
তোর-ই ফেলবে জল।

দিস নে বাঁধা মিলবে ধাঁধা
অন্ধকারের জাল,
আম-ছালা দুই, যেই হারাবি তুই
অংক মিলবে কাল।

৩০/০৮/২০২৩
ভেলোর, ভারত।

(শুভ্রজ্যোতি)