মসুর ডালে ডাল নেই আর
কেবল হলদে পানি,
ছানি চোখেও পাচ্ছি দেখতে
হাঁড়ির তলা খানি।
আলু ভর্তায় লংকা ছিটায়
ভাত টা মাখায় চুলে,
মাছ টা খুঁজে যায় না পাওয়া
লালচে পানির ঝুলে।
আলু শুদ্ধ গোস্তো যেদিন
থালাতে দেয় তুলে,
টান দিয়েও রান যায় না ছেঁড়া
যুদ্ধ যুদ্ধ খেলে।
মোটা চালের ভাত টা থাকে
পাথর সমান শক্ত,
চিবোই যতো বাড়েই ক্ষত
ঝরায় মনে রক্ত।
মন কে বুঝাই খাবার তো পাই
মেসে থেকে সস্তায়,
কতো লোক যে থাকেও পড়ে
খালি পেটেই রাস্তায়!
২০/০৮/২০২৩
ভেলোর, ভারত।